বৃহস্পতিবার কোচবিহার দেবিবাড়িতে পঞ্চ স্মৃতি ত্রিকোণ পার্কের শুভ উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। এদিন সকালে পৌর সদস্য অভিজিৎ মজুমদার সহ অন্যান্যদের উপস্থিতিতে এই পার্কের শুভ উদ্বোধন করা হয়। এদিন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহার পৌরসভার উদ্যোগে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে এই ত্রিকোন পার্কটি নির্মান করা হয়। এই পার্কে মহারাজা বিশ্বসিংহ ভুপ বাহাদুরের মুর্ত্তি বসানো হবে বলে জানান তিনি। শহরের সৌন্দর্যায়নে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন মহারাজাদের মূর্তি বসানো হবে বলে জানান তিনি।
