মানুষ বিজেপিকে এক ঘরে করবে,বিজেপি শাসিত রাজ্য দুর্নীতির শীর্ষে, দেওয়াল লিখন কর্মসূচি থেকে বিজেপিকে তোপ জেলা পরিষদ সদস্যের । দুর্নীতির শীর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলি।বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে মবলিঞ্চিং হচ্ছে।বিধানসভায় মানুষ বিজেপিকে একঘরে করবে।একুশে জুলাই উপলক্ষ্যে দেওয়াল লিখন কর্মসূচি থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ তৃণমূলক জেলা পরিষদ সদস্যের। তৃণমূল নেতা মন্ত্রীরা এক ঘরে হয়ে জেলে থাকছে পাল্টা বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর এলাকায় একুশে জুলাই উপলক্ষে দেওয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়।উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান। নিজে হাতে দেওয়াল লিখেন তিনি।ধর্মতলা যাওয়া নিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন। কবে কি ভাবে যাওয়ার ব্যবস্থা হচ্ছে।কত লোক যাবে।২১ জুলাই এর প্রস্তুতি নিয়ে আলোচনা সেরে নেন স্থানীয় নেতৃত্বদের সঙ্গে।তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র আক্রমণ করেন বিজেপিকে। জেলা পরিষদের সদস্য বুলবুল খানের দাবি করেন বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে বাংলা অনেক এগিয়ে।বিধানসভা ভোটে মানুষ বিজেপিকে এক ঘরে করে দেবে।ব্যাপক সংখ্যায় হরিশ্চন্দ্রপুর থেকে মানুষ ধর্মতলায় যাবে বলেও তিনি দাবী করেন।
যদিও তার এই মন্তব্য নিয়ে পাল্টা তীব্র প্রতিক্রিয়া বিজেপির।জেলা বিজেপি সংগঠনিক সদস্য কিষান কেডিয়া তৃণমূল নেতা মন্ত্রীদের জেলে থাকা নিয়ে কটাক্ষ বিজেপির।