ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত চারটি দোকান। ঘটনাটি বৃহস্পতিবার রাতে দেওচরাই গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ ও দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও চারটি দোকান পুরো পুরী ভস্মীভূত হয়ে যায়। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে প্রচন্ড শব্দে একটি ডাম্পার গাড়ি হর্ন বাজাচ্ছিল। সেই সময় স্থানীয়রা ঘুম ভেঙ্গে দেখতে পান দাউদাউ করে জ্বলছে আগুন, ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। দ্রুত তুফানগঞ্জ দমকল কেন্দ্রে যোগাযোগ করলে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তাদের দোকান সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়েছে। তারা জানান তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা জানান নিমন্ত্রণ খেয়ে ফিরে আসার সময় তারা দেখতে পান এই অগ্নিকান্ড, সর্বপ্রথম ডাম্পার চালক আগুন দেখতে পান বলে জানান তিনি।
খবর পেয়ে শুক্রবার ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শনে আসেন দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ফারুক মন্ডল ছাড়া অন্যান্যরা। দলগতভাবে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ব্যবসায়ীরা যাতে কিছু হল ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। তবে কিভাবে আগুন লাগল কেউ কিছু বলতে পারছিলেন না। সম্ভবত একটি কাপড় জামার দোকানে বিড়ি সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে অনুমান।