ভুটান সরকারের পক্ষ থেকে টালা জলবিদ্যুৎ কেন্দ্রের তরফে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে সেখানে জানানো হয়েছে টালা জলবিদ্যুৎ কেন্দ্রের ড্যাম ওভারফ্লো হচ্ছে ইতিমধ্যেই তারা দুটো লকগ্যাট খুলে দিয়েছি। যার ফলে ২ নং রায়ডাক নদীতে জলস্রোত বেড়ে গিয়েছে।

কুমারগ্রাম ব্লকের জয়দেবপুর এলাকায় বেশ কিছটা পাড় বাধ ভেঙে গিয়েছো । এছাড়াও কুমারগ্রামের আরো কয়েকটি এলাকায় নদীর জল ঢুকে পড়েছে। জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । পাশাপাশি জেলার শালকুমার জলদাপাড়া এলাকায় বেশ কিছু পর্যটক আটকে রয়েছে । ইতিমধ্যেই জেলা প্রশাসনিক তরফ থেকে তাদের উদ্ধার করার ব্যবস্থা করা হয়েছে।