কোথাও স্বস্তি, কোথাও চিন্তা। দুর্যোগ কাটিয়ে পুনরায় চালু হল বক্সায় জঙ্গল সাফারি। সকাল থেকেই সাফারির জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা জয়ন্তী, রাজা ভাতখাওয়ায় ভিড় জমান পর্যটকেরা। জঙ্গল সাফারির পাশাপাশি, বক্সা পাহাড়েও শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পর্যটক ব্যবসায়ীরা।

অপরদিকে, জলদাপাড়ায় পর্যটনের সাথে জড়িত মানুষদের কপালে চিন্তার ভাঁজ। পুজোর ছুটিতে পর্যটনে ঠাসা জলদাপাড়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে এক এক করে বাতিল হয়ে যাচ্ছে পর্যটকদের বুকিং। এই অবস্থায় বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। দুর্যোগের রেশ কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে জলদাপাড়া! সেই উত্তর এখনও জানা নেই কারোরই।