দুর্ঘটনার কবলে ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক। ঘটনায় আহত অধ্যাপক অশোক সরকার, ও তার স্ত্রী অনিন্দিতা শীল। বুধবার ঘটনাটি ঘটে ধুপগুড়ি মহকুমার স্টেশন সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অধ্যাপক এবং তার স্ত্রী জলপাইগুড়ি দিকে বাইক নিয়ে যাবার সময় উল্টো দিক থেকে একটি ইনোভা গাড়ি এসে সজরে ধাক্কা মারে। তৎক্ষণাৎ বাইক থেকে ছিটকে পড়ে যায় দুজন।

ঘটনায় গুরুতর আহত হয় অনিন্দিতা শীল। পায়ে গুরুতর চোট পান।দ্রুত ধুপগুড়ি দমকল বাহিনী আহত দুইজনকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসার পর তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ। ঘাতক গাড়ি চালকসহ আটক করে নিয়ে যায় ধুপগুড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা।