মদ বোঝাই গাড়ি দূর্ঘটনার ২৪ ঘন্টা না পেরোতেই একই জায়গায় দুর্ঘটনার কবলে আর একটি ট্রাক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হলদিবাড়ি শহরের উত্তরপাড়া এলাকায়। শুক্রবার সন্ধ্যায় মদ বোঝাই ট্রাক উল্টে যাওয়ার পর শনিবার একই জায়গায় চার চাকার ছোটো খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা রাজ্য সড়কের পাশে নয়নজুলির দিকে ঝুলে পরে।ট্রাক চালক জুয়েল আলী বলেন হলদিবাড়ি শহর থেকে ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। সেসময় সামনে আসা একটি বেড়ালকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাজ্য সড়কের পাশে নয়নজুলির দিকে নেমে যায়।

যদিও হতাহাতের কোনও খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ।
ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এরপর ট্রাক্টরের সাহায্যে ট্রাকটিকে টেনে তোলা হয়।
স্থানীয়রা পরপর দুর্ঘটনার কারণ হিসেবে ঘটনাস্থলে রাস্তার পাশে ফেলে রাখা ইলেকট্রিক পোল এবং ফুটপাত না থাকায় এমনটা হচ্ছে বলে মনে করছেন।