ছাত্রদের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়া অটো চালককে দেখতে কাঁসারপাড়া এলাকায় অটোচালকের বাড়িতে সৌজন্য সাক্ষাতে আইএনটিটিসি ব্লক সভাপতি।
জানা যায় শীতলকুচি ব্লকের গোলোনাওহাটি গ্রাম পঞ্চায়েতের কাঁসারপাড়া এলাকায় এক অটো চালক। গত ২৭শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাথাভাঙ্গা রেল স্টেশন যাওয়ার পথে শীতলকুচি মাথাভাঙ্গা রাজ্য সড়কে একটি অটো দুর্ঘটনার কবলে পড়ে, ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় দুজন ছাত্র সমেত ওই অটো চালক দুর্ঘটনার কবলে পড়ে।

চিকিৎসার পর ওই অটোচালক তার নিজের বাড়ি কাঁসারপাড়া এলাকার বাড়িতে ফিরলে ওই অটো চালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার পাশে থাকার বার্তা দেন শীতলকুচি ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি সুশান্ত মোহন্ত। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।