দুর্গাপূজার জন্য রাজ্য সরকারের তরফে এক লক্ষ দশ হাজার টাকার অনুদানকে কেন্দ্র করে রাজনৈতিক তরজায় সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেন, এবছর রাজ্যের প্রতিটি দুর্গাপূজা কমিটিকে দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা এবং সেই অনুদানের অর্থ “যেকোনো খাতে” ব্যয় করা যাবে।
এই ঘোষণা ঘিরেই শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ কড়া ভাষায় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “যে রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা আটকে রয়েছে, যেখানে অর্থভাণ্ডার প্রায় শূন্য, সেখানে এমন সময়ে দুর্গাপূজায় বিপুল অর্থ অনুদান একেবারেই যুক্তিহীন। এটি আসলে মা দুর্গার অপমান। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, রাজ্যের আর্থিক সংকট মোকাবিলা না করে জনসংযোগ বাড়ানোর কৌশল হিসেবেই এই ধরনের ঘোষণাকে ব্যবহার করছে রাজ্য সরকার। বিরোধী শিবিরের অভিযোগ, এই অনুদান আসলে রাজনীতিকরণ এবং ভোটব্যাংক তৈরির কৌশল। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনও এই মন্তব্যের সরাসরি জবাব পাওয়া যায়নি।