উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ধসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুধিয়ায় পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দুধিয়ার ভেঙে পড়া লোহার সেতু ও আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ত্রাণ ও আর্থিক সহায়তা তুলে দেন। সরকারি সূত্রে জানা গেছে, পাহাড়ে ধসে প্রাণ হারানো মোট ১২টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের বিপদের সময়ে পাশে থাকা আমাদের কর্তব্য। প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ সম্পন্ন করতে হবে।”
দুধিয়ার সেতু সংস্কারের কাজও দ্রুত শুরু করার আশ্বাস দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সফরে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও দার্জিলিং জেলা প্রশাসনের কর্তারা।