ময়নাগুড়ি শহরের এক শপিংমলে পকেটমার করতে হাতেনাতে ধরা পড়লো দুই মহিলা পকেটমার। বৃহস্পতিবার সময় আনুমানিক বিকেল তিনটে নাগাদ ময়নাগুড়ি শহরের বুকে জলপাইগুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার এক শপিংমলে ব্রহ্মপুর এলাকা ও ময়নাগুড়ি রোড এলাকার দুই মহিলা পুজোর কেনাকাটা করতে আসলে , শপিং মলের ভিতরে তারা কেনাকাটায় ব্যস্ত থাকায় তাদের পার্স ব্যাগ কেটে কয়েক হাজার টাকা চুরি করে ধৃত ওই দুই মহিলা পকেটমার।
পরবর্তীতে শপিংমল কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারলে তাদের হাতেনাতে ধরে ফেলে। এবং ময়নাগুড়ি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে, ধৃত ওই দুই মহিলার সাথে একটি কোলের বাচ্চাও ছিল। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের নাম ও ঠিকানা জানা যায়। একজনের নাম সুমিত্রা কুর্মি ,বয়স ২৫ আরেক জনের নাম
বন্দনা কুর্মি , বয়স ২০, তাদের দুজনেরই

ঠিকানা – শিলিগুড়ি স্টেশন কোট মোর ও শিলিগুড়ি এনজিপি দুই জায়গাতেই বসবাস করে বলে ধৃত মহিলারা জানিয়েছে।
শপিং মলের স্টোর ম্যানেজার জানিয়েছেন দীর্ঘদিন থেকেই ক্রেতারা অভিযোগ করত ব্যাগ থেকে টাকা চুরি যাওয়ার। এতে আমাদের একটু সন্দেহ ছিল , যে শপিংমলে বাইরে থেকে কেউ এসে পকেট মার করছে ক্রেতাদের। সেই জন্য আমরা তাদের হাতেনাতে ধরার জন্য সজাগ থাকতাম। আজ তাদের হাতে নাতে ধরতে আমরা সক্ষম হই।
অন্যদিকে টাকা চুরি যাওয়া দুই মহিলা জানিয়েছেন তারা এই ঘটনায় অনেকটাই চিন্তিত ও আতঙ্কিত। এই পুজোর মুখে এভাবে যদি পকেট মার হতে থাকে তবে পুজোতে মানুষ কি করে নিশ্চিন্তে ঘুরবে বলে জানিয়েছেন।