দুই পরিবারের মধ্যে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ। ঘটনায় মৃত এক আহত উভয় পক্ষের ৬ জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সাত সকালে মাথাভাঙা এক ব্লকের দুয়াই শুয়াই বাতানেরটারি এলাকায়।মৃত ব্যক্তির নাম দেবেশ্বর বর্মণ বয়স আনুমানিক ৬০।স্থানীয় সূত্রে জানা যায় বাতানেরটারির এলাকার বাসিন্দা তাপসের সাথে ছয় বছর আগে বিয়ে হয় সাকাতিরহাট এলাকার এক যুবতির তাদের মধ্যে মাঝে মধ্যেই নানা বিষয়ে অশান্তি লেগে থাকত।

এদিন সকালে তাপসের শশুর বাড়ির লোক জন তার স্ত্রীকে তাদের বাড়িতে রাখতে এসে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে।এরপর লাঠি সোঠা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে লাঠির আঘাতে ঘটস্থলেই মৃত্যু হয় তাপসের বাবা দেবেশ্বর বর্মনের।আহতরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে উভয় পক্ষের ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।