দোকানের সিসিটিভি ক্যামেরা ঢেকে দিয়ে টিন কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর। ঘটনায় আতঙ্কিত আশেপাশের ব্যবসায়ীরা।
রবিবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বগড়িতলা বাজারের একটি মুদি দোকানে। অন্যান্য দিনের মতোই ব্যবসা সেরে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিল দোকান মালিক প্রাণ গোবিন্দ সরকার। তবে সোমবার সকালে দোকানে এসে তার চক্ষু চড়কগাছ! দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের উপরে ছাউনির টিন খোলা। ক্যাশ বাক্সে রাখা নগদ টাকা খোয়া গিয়েছে।

দোকান মালিকের দাবি, টিন কেটে দোকানে প্রবেশ করে প্রায় ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। এর আগেও তার দোকানের চুরি হয়েছিল। দোকানে সিসিটিভি থাকলেও বিদ্যুৎ না থাকায় তা বন্ধ ছিল। তবে সিসিটিভি ক্যামেরা ঢেকে দিয়েছে চোর।খবর চাউর হতেই ভিড় জমায় আশেপাশের ব্যবসায়ীরা। চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বগড়িতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে। ধূপগুড়ি থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন দোকান মালিক।