ফের চুরি ধূপগুড়ি শহরে।শহরের ৪ নং ওয়ার্ডের পঞ্চানন পল্লী এলাকায় দিনে দুপুরে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শনিবার। জানা যায় পেশায় টোটো চালক অমূল্য রায় এবং তার স্ত্রী দিনমজুর অনেক কষ্টে মেয়েদের বিয়ের জন্য সোনার অলংকার গড়িয়ে ছিলেন।বিয়েতে দেওয়া গহনা মেয়েরা বাপের বাড়িতেই রেখে দিয়েছিলেন।শনিবার জমিতে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন অমুল্য রায় এবং তার স্ত্রী।বেলা ১ টা নাগাদ বাড়িতে ফিরতেই দেখতে পান বাড়ির উঠোনে পড়ে রয়েছে জুয়েলারী দোকানের বিল এবং বাড়ির পেছনে অলংকারের খালি বাক্স।এরপর ঘরে ঢুকতেই দেখেন ঘরের শোকেস ভাঙ্গা আলমারির লোকার ভাঙ্গা।

তাতে থাকা সোনার গহনা উধাও।রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়েন অমুল্য রায়ের স্ত্রী।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ।স্থানীয়দের অনুমান অচেনা দুইজন এদিন বাইক নিয়ে পাড়ায় ঢুকেছিল এবং এই বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল।উল্লেখ্য গত মঙ্গলবার ধূপগুড়ি শহরের ৩ নং ওয়ার্ডে শিবু চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে আলমারী ভেঙ্গে সোনার গহনা খোয়া যায়।একের পর এক চুরির ঘটনায় ধূপগুড়ি শহরের মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।পুলিশ সুত্রে জানানো হয়েছে ঘটনার তদন্ত করা হচ্ছে।