পেনশন না মেলায় শুক্রবার রায়গঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মীরা ধর্ণায় বসলেন। পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন প্রশাসকের ঘরের সামনে বসে তারা বিক্ষোভ দেখান।
অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, গত পাঁচ মাস ধরে পেনশন বন্ধ রয়েছে। একাধিকবার আন্দোলন ও প্রশাসনের কাছে দরবার করেও সমাধান মেলেনি।

পূজোর মুখে পেনশন বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো থেকে শুরু করে সংসার চালানোতেও সমস্যা দেখা দিয়েছে পেনশনারদের অভিযোগ,দীর্ঘ আন্দোলনের পর পৌর প্রশাসকের পক্ষ থেকে মৌখিক আশ্বাস দেওয়া হলেও তা লিখিত আকারে বাস্তবায়িত হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী পেনশন চালু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অবসরপ্রাপ্ত কর্মীরা। তাদের দাবি, যতক্ষণ না লিখিতভাবে আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ এই ধর্ণা চলবে।