দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত।তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে একের পর এক ছাত্র ছাত্রীরা।একাধিক বার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে হয়নি সুরাহা। দ্রুত বিদ্যুৎ পরিষেবা ঠিক করার দাবিতে গ্রামীন সড়ক অবরোধ করলেন বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা।মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠী হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে।জানা যায় প্রায় এক মাস ধরে বিদ্যালয়ের বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়ে রয়েছে।ভোল্টেজ আপ ডাউনের কারণে ক্লাস রুমের ফ্যান ঠিক মতো ঘুরছে না।

প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা।বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিদ্যুৎ দপ্তরে লিখিত ভাবে জানানো হয়।এমনকি বিদ্যুৎ পরিষেবা উন্নতিকরনের জন্য প্রায় ৩০ হাজার টাকা বিদ্যুৎ দপ্তরে জমা করে বিদ্যালয় কতৃপক্ষ।কিন্তু এক মাস হয়ে গেলেও বিদ্যুৎ দপ্তরের তরফে বিদ্যুৎ পরিষেবা ঠিক করার কোন রকম উদ্যোগ দেখা যায়নি।বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সাহিদা খাতুন, অর্ঘ্য সরকার বলেন গরমে ক্লাস করতে খুব অসুবিধা হচ্ছে।বিদ্যুৎ ঠিক করার কথা বিদ্যালয় থেকে বলা হলেও বিদ্যুৎ দপ্তর ঠিক করছে না।বিদ্যালয়ের টিআইসি হিরন্ময় রায় জানায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে বিদ্যুতের সমস্যা চলছে।গরমে ছাত্র ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে।বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানানো হয়।পাশাপাশি পরিষেবা উন্নতিকরনের জন্য টাকাও জমা করা হয়েছে। কিন্তু বিদ্যুৎ দপ্তর কোন কাজ করছে না এদিন বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীরা পথ অবরোধে সামিল হয়।এদিকে পথও অবরোধের জেরে রাস্তার দু’ধারে গাড়ির লাইন পড়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ।পরবর্তী বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিরা এসে দ্রুত বিদ্যুৎ সরাইয়ের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্র ছাত্রীরা।