দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে বিতর্কের ঝড় শিলিগুড়িতে, একাধিক অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের
রাজ্য জুড়ে বিভিন্ন রেশণ ডিলারের মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। এই প্রসাদ বিতরণ নিয়ে একাধিক অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে সংগঠনের সদস্যরা বলেন, জগন্নাথ দেবের প্রসাদ বলে সাধারণ মানুষদের মধ্যে যে প্রসাদ রাজ্য সরকার বিতরণ করছে তা “হালাল প্রসাদ”।

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণে মুসলিম মালিকানাধীন প্রতিষ্ঠান জড়িত, যারা “হালাল” পদ্ধতিতে সেই প্রসাদ প্রস্তুত করছে এবং বিতরণ করছে যা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও এধরনের কার্যক্রম সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে চলছে। তাদের দাবি, অবিলম্বে এই প্রসাদ বিতরণ বন্ধ করতে হবে, সমস্ত প্রসাদ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী প্রস্তুত ও বিতরণ করতে হবে। পাশাপাশি তারা জানান, এই বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে, আইনি পথে আন্দোলনে নামবেন তারা।