শহরের ব্যস্ততম হিলকার্ট রোডে শনিবার দুপুরে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন দুপুরে এক মহিলা সফদর হাসমি চক থেকে সিটি অটোতে ওঠেন মাটিগড়ার উদ্দেশ্যে।গুরুনানক চক পৌঁছনোর আগেই অটোর মধ্যে থাকা এক ব্যক্তি মহিলার গায়ে হাত দেয় বলে অভিযোগ।সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করলে চালক গাড়ি থামিয়ে অভিযুক্তকে ধরে ফেলেন।

এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধর করে পুলিশে খবর দেয়।ঘটনাস্থলে পৌঁছে শিলিগুড়ি থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।শহরের রাস্তায় দিনে দুপুরে এমন ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে।স্থানীয়দের অভিযোগ,মহিলাদের নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ উইনার্স বাহিনী তৈরি হলেও,তাদের কার্যত দেখা যায় না।পরপর মহিলাদের হার ছিনতাই,শ্লীলতাহানি থেকে শুরু করে নানা অপরাধমূলক ঘটনার জেরে প্রশ্ন উঠছে শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে।