দিনহাটা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় ৯হাজার বোতল কফ সিরাপ। এদিন এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে স্টেশনে রেল পুলিশ ও আরপিএফ । মঙ্গলবার দুপুরে দিনহাটা স্টেশনে নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া, রেল পুলিশ ও আরপিএফ এর। জানাযায় এদিন সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এই নিষিদ্ধ কাফ সিরাপ গুলি এসে পৌঁছতেই গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশ ও জিআরপি অভিযানে এই কাফ সিরাপ গুলি বাজেয়াপ্ত করে। তবে কত পরিমান কাফ সিরাপ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করেছে।
