ব্লক প্রশাসনের পর এবার দিনহাটা মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করলেন অসম সরকারের নোটিশ পাওয়া দিনহাটার সীমান্ত গ্রামের বাসিন্দা উত্তম ব্রজবাসী। বুধবার বিকেলে দিনহাটা মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
মূলত তার পরিবারের কিছু নথিপত্রের সমস্যার থাকার কারণে তিনি দিনহাটা মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এতদিন বিভিন্ন জায়গায় নিজে থেকেই সমস্যার সমাধানের জন্য দরবার করে আসলেও বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই তার এই সমস্যা সমাধানে সব রকম ভাবে উদ্যোগী হয়েছে নেতৃত্ব। এদিকে রাজবংশী সমাজের এক বাসিন্দা কে এভাবে অসম সরকারের এনআরসি সংক্রান্ত নোটিশ দেওয়ার সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। এদিন দিনহাটা প্রেস ক্লাবে সংশ্লিষ্ট ওই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। সাংবাদিক বৈঠক থেকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তারা।