দিনহাটা পৌরসভার এক কর্মীকে মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধে পৌরকর্মীরা। সোমবার সকাল ৮ টা ১৫ মিনিট থেকে দিনহাটা থানার সামনে প্রতিবাদে পথ অবরোধ শামিল হন পৌরসভার কর্মীরা। দীর্ঘ প্রায় এক ঘন্টা চলে এই অবরোধ পরবর্তীতে দিনহাটা পৌরসভার উপ পৌর প্রধান সাবির সাহা চৌধুরীর আশ্বাসে এই আন্দোলন থেকে সরে দাঁড়ান আন্দোলনরত পৌর কর্মীরা।
পৌরসভার এক কর্মী শ্যামল সেনের অভিযোগ, এদিন সকালে তিনি যখন কাজে যোগ দেওয়ার জন্য পৌরসভায় আসেন সেই সময় পৌরসভার কিছুটা অদূরেই তিনি যখন দাঁড়িয়েছিলেন, তখন এক সিভিক ভলান্টিয়ার তাকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপরে ওই পৌর কর্মীর পিছু ধাওয়া করে পৌরসভা অফিসার সামনে গিয়েও ওই সিভিক ভলান্টিয়ার একই ঘটনা ঘটায় বলে অভিযোগ। এই ঘটনার সুবিচার চেয়ে অবিলম্বে ওই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার এর শাস্তির দাবি জানিয়ে দিনহাটা থানার সামনে পথ অবরোধে সামিল হন পৌরসভার কর্মীরা।
দীর্ঘ প্রায় এক ঘণ্টা এই পথ অবরোধ কালীন ঘটনাস্থলে আসেন দিনহাটা পৌরসভার উপ পৌর প্রধান সাবির সাহা চৌধুরী তিনি কথা বলেন আন্দোলনকারী পৌর কর্মীদের সাথে এবং তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, যে পৌর কর্মীরা আন্দোলনের শামিল হয়েছেন তারাই মূলত দিনহাটা শহরকে পুরস্কার পরিচ্ছন্ন রাখেন। তাদের সাথে এ ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত দুঃখের এ বিষয়ে বেলা বারোটা নাগাদ দিনহাটা থানার আইসি সাথে তিনিসহ পৌর প্রধান বিস্তারিতভাবে আলোচনা করবেন।
