দিনহাটা নটকোবাড়ি সংলগ্ন এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন সাত জন স্কুল ছাত্রী। শুক্রবার বিকেল নাগাদ নয়ারহাট উচ্চ বিদ্যালয় ছাত্রীরা টোটোতে চেপে নয়ারহাট থেকে নটকোবাড়ি চৌপথি সংলগ্ন দোলের পাট এলাকায় যাচ্ছিল সেই সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই ঘটনায় একটি রাস্তার পাশ দিয়ে আসা একটি টোটোতে ধাক্কা মারে।

সেই সময় ওই টোটো টি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। এই ঘটনায় টোটো চালকসহ স্কুলের ছাত্রীরা আহত হয়। এদিকে ঘটনার পরে সেখানে দুটি বাইকে থাকা সকল আহতদের উদ্ধার করার পাশাপাশি টোটো তে থাকা স্কুল পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে আসা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। এদিকে হাসপাতালে আশা স্কুলছাত্রীরা অভিযোগ করে বলেন, একটি বাইকে তিনজন যুবক বারংবার সেই টোটোটিকে ফলো করছিল বলে অভিযোগ। মূলত ইভটিজিং এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।