দিনহাটায় চার জন বিজেপি র কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ । রীতিমতো ভাঙচুর চালানো হয় তাদের বাড়িতে বলে অভিযোগ ।আক্রমণের শিকার দিনহাটা শালমারা এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মন, বিজেপি শক্তি প্রমুখ জীতেন্দ্র বর্মন , মলিনা বর্মন ও তরনী বর্মনের বাড়ি । অভিযোগের তির তৃণমূলের দিকে। বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
