ময়নাগুড়ি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের দেবীনগর পাড়ায় দিন দুপুরে এক মহিলার গলা থেকে সোনার চেন নিয়ে পালালো দুষ্কৃতিকারীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা।
ঘটনা সূত্রে জানা যায় ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মোয়ামারির বাসিন্দা সুমিতা রায়ের বাড়ি, তিনি একটি ব্যাংকে যাবার জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেলে ময়নাগুড়ি ১০ নম্বর ওয়ার্ডের দেবীনগর পাড়া সংলগ্ন এলাকায় পৌঁছাতেই ২ যুবক স্কুটিতে চেপে ওই মহিলার পেছন থেকে গলার চেইন নিয়ে চম্পট দেয়। এ বিষয়ে অভিযোগকারী থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

এই অবস্থায় ময়নাগুড়ি থানায় খবর দিলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ।
এলাকার বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় এর আগে দিন দুপুরে এই ধরনের ঘটনা কোনদিন ঘটে নি এই প্রথম বলে তারা জানান।
এলাকার পনিরায় বর্মন বলেন এই ধরনের ঘটনা মানা যায় না, দিন দুপুরে মহিলাদের গলার চেইন গলা থেকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা, তাহলে আগামী দিনে মহিলারা রাস্তায় চলবে কি করে, আগামী দিনে আমাদেরকে ছিনতাই করে নিয়ে চলে যাবে মনে হয়।