পারিবারিক বিবাদের জের, দিদিকে মারধরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। মারধরের ফলে মাথা ফেটে গেল দিদির।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডের গনেশ মোড় এলাকায়।আহত মহিলার নাম কাকলি সেন।জানা যায় কাকলি বিবাহ সূত্রে গুয়াহাটির তেজপুরে থাকেন এক ছেলে এবং মেয়েকে নিয়ে।স্বামী বেশকয়েক আগে মারা গিয়েছে।বিগত তিন মাস ধরে তিনি ধূপগুড়িতে রয়েছে পারিবারিক সমস্যার কারণে।অভিযোগ সোমবার সকালে পাড়ার টাইম কলে জলে আনতে গিয়েছিলেন কাকলি।

সেই সময়ের আচমকা ভাই নারায়ণ দাস দিদির উপর হামলা চালায়।পাথর দিয়ে দিদির মাথায় আঘাত করে।এতে মাথা ফেটে যায়।চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে।কাকলির মেয়ে এসে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।মেয়ে প্রাণাক্সী সেনের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে।আমরা গুয়াহাটির তেজপুরে থাকি।মায়ের সোনা সহ আরও কিছু জিনিস মামা বাড়িতে রাখা ছিল।এখন সেই সমস্ত জিনিস চাইতে গেলে দিতে অস্বীকার করেছে মামা বাড়ির সকলে।বিষয়টি নিয়ে পুলিশ, পুরসভা সহ একাধিক জায়গাতে জানানো হয়েছে।এমনকি বেশ কয়েকবার বৈঠক হয়।তারপর আমাদের জিনিস দিতে চাইছে না।এদিন মা কলে জল নিতে গেলে মামা মায়ের মাথা ফাটিয়ে দেয়।পুলিশের অভিযোগ জানিয়েছি।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ।প্রাথমিক তদন্তের পর ঘটনার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে পুলিশ।