দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের অন্তর্গত গোক এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হল এক যুবক ও কিশোরীর।মৃত ওই যুবকের নাম প্রানীল লিম্বু তার বয়স ২৭বছর এবং মৃত কিশোরীর নাম সামান্থা তার বয়স ৮বছর।ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।জানা গিয়েছে বুধবার ওই এলাকায় পানীয় জলের পাইপ মেরামতির কাজ করছিল ওই যুবক।তার সাথে সহযোগিতা করছিল ওই কিশোরী।

এমন সময় পাহাড়ের উপর থেকে বড় একটি পাথর গড়িয়ে তার ওপর পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের।ঘটনায় গুরুত্বর আহত হয় ওই যুবতী।তাকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তায় যাওয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।প্রসঙ্গত গতকাল থেকেই পাহাড়জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত।আর এই বৃষ্টিপাতের ফলে পাহাড়ের শুরু হয়েছে ধসের ঘটনা এতেই আতঙ্ক শুরু হয়েছে পাহাড়ে।