২০১৮ সালে ২০ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল। নিহত হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মন। দেখতে দেখতে সাত বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত বিচার পেল না নিহত দুই ছাত্র রাজেশ ও তাপস।
নীলকমল সরকার নিহত রাজেশ সরকারের বাবা অভিযোগ করেন তদন্ত দীর্ঘ দিন ধরে চলছে। আমরা চাই দ্রুত তদন্ত শেষ হোক, আমরা যেন বিচার পাই,
এদিন রাজেশ তাপসের পরিবারের সাথে দেখা করতে আসেন উত্তর দিনাজপুরের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল, সংসদ কার্তিক চন্দ্র পাল বলেন এনআইএ তদন্ত ধীরগতিতে চলছে রাজ্য সরকার অসহযোগিতা করছে আমরা চাই এনআইএ তদন্ত দ্রুত শেষ হোক। প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাক। তাদের পরিবার বিচার পাক,