দাঁড়িয়ে থেকে মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের কাজ করাচ্ছেন দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি।
উল্লেখ্য কোচবিহার শহরের সাগরদিঘির আমতলা মোড়ে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি বসানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পরেও গতকাল রাতে সেই মূর্তি স্থাপনের কাজকে বন্ধ করে কেউ বা কারা। তাই অবশেষে সেই আমতলা মোরে দাঁড়িয়ে থেকে মহারাজা জগদীপেন্দ্র নারায়ন ভূপ বাহাদুরের কাজ করছে দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি।

এদিন দেখা যায় ওই আমতলা মোড়ে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ এর মূর্তি স্থাপনের যে গর্ত বানানো হয়েছিল সেখানে ঢালাই এর কাজ সম্পন্ন করা হয়।
সেখানে দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির সহ-সভাপতি রাধাকান্ত বর্মা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এইখানে মহারাজার মূর্তি স্থাপন হচ্ছে আমরা এখানে কারো পক্ষে নই শুধু মাত্র আমরা রাজার পক্ষে এ পক্ষেও নই এবং ও পক্ষেও নই আমরা চাই মহারাজার মূর্তি এখানে স্থাপন হোক। মহারাজার মূর্তি যাতে এখানে সুষ্ঠুভাবে স্থাপন করা হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই এদিন তারা সেখানে গিয়েছেন বলে জানান তিনি।