শনিবার কোচবিহার ২ নং ব্লকের ডোডেয়ার হাটে শুট আউটের ঘটনা ঘটে। এই ঘটনায় মৃত্যু হয় কোচবিহার এক নম্বর ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে সঞ্জীব রায় ওরফে অমর রায়। সেই সাথে আরো একজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহার জেলা জুড়ে৷ ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার সহ জেলার উচ্চপদস্থ পুলিশ কর্তারা। কি কারনে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত সঞ্জীব রায়ের বাবা তথা পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের স্বামী মহিম রায় বলেন দলের সাথে কিছু কথা আছে। তারপরেই যা বলার বলবো রবিবার থানায় যাওয়ার পূর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানান তিনি। এদিন তিনি বলেন তিনি শুনেছেন বাজার যাওয়ার আগে একটা ফোন এসেছিল। সেই সময় অমর বলেছিল বাজার যাবে। কে গুলি চালালো জানি না। এদিন বলেন দলের জেলা নেতৃত্বের সাথে তিনি কথা বলবেন। এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।
এদিন নিহত অমর রায়ের বাড়িতে যান তৃনমূল মূখপাত্র পার্থ প্রতীম রায়। এদিন তিনি বলেন এই ঘটনায় তিনি মর্মাহত। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসনে পক্ষ থেকে নেওয়া হয় তার দাবী করেন তিনি।