খগেন মুর্মু এবং বিজেপির বিধায়ক দের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে কোচবিহার শহরের মরা পরা চৌপতিতে পথ অবরোধে শামিল হল বিজেপি।

এদিন দুপুরে কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে তারা মিছিল করে কোচবিহার মরা পাড়া চৌপথিতে আসেন এবং সেখানে পথ অবরোধে সামিল হন প্রায় ৩০ মিনিট পথ অবরোধ চললে সেখানে উপস্থিত হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এবং পরবর্তীকালে পুলিশ বিজেপির জেলা নেতৃত্বের সাথে কথা বললে পথ অবরোধ তুলে নেয় বিজেপি।