হাতির হানায় ক্ষতিগ্ৰস্থ বাড়ি, ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকায়।
বৃহস্পতিবার গভীর রাতে বক্সা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এলাকার বাসিন্দা অমিত থাপা বাড়ি ক্ষতিগ্ৰস্থ করে । ঐ সময় বাড়িতে কেউ না থাকায় প্রাণে বেঁচে যায় অমিত থাপার পরিবার।
এদিন সকালে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পরিদর্শনে আসে। অমিত থাপা জানান হাতির হানা প্রায়শঃ হয়েই থাকে এর পূর্বে হাতি অনেকের বাড়ি ক্ষতিগ্ৰস্থ করেছে। কিন্ত বনদফতর থেকে ঠিকমত ক্ষতিপূরণ মিলেনা বলে অভিযোগ।
