পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা, দুজনকে ধরে বিয়ে দিলেন গ্রামবাসীরা। রবিবার রাতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় হলদিবাড়ি শহরের উত্তরপাড়ার বাসিন্দা চন্দন সিংহের সাথে খালপাড়ার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক। তাঁরা দুজনেই বিবাহিত এবং দুজনেরই সন্তান রয়েছে।

ওই মহিলা স্বামীর সংসার ছেড়ে খালপাড়ায় বাপের বাড়িতে থাকতেন বলে খবর।স্থানীয়দের অভিযোগ ওই ব্যক্তি মাঝেমধ্যেই ওই মহিলার বাড়িতে আসতেন। এমনকি ওই মহিলাকে নিয়ে বাইরেও ঘুরতেও যেতেন। রবিবার রাতে ওই ব্যক্তি মহিলার ঘরে ঢুকলে পাড়া-প্রতিবেশীরা দুজনকে ধরে ফেলে। মারধর করার পর পাড়ার এক মন্দিরে তাদের বিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশ দুজনকে উদ্ধার করে হলদিবাড়ি থানায় নিয়ে আসে। যদিও ওই ব্যক্তির দাবি ওই মহিলার সন্তানের শরীর খারাপ জন্য তিনি ওষুধ দিতে যান। পাড়া-প্রতিবেশীর লোক সেই সময় তাদের ধরে ফেলে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে পুলিশ।