বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই সাংগঠনিক রদবদলের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলা সংগঠনে একাধিক পরিবর্তনের সঙ্গে বালুরঘাট শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতির পদে দায়িত্ব পেলেন মনি দাস। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মনি বাবু দায়িত্ব পেয়েই জানিয়েছেন, সামনের নির্বাচনে বিরোধী বিজেপিকে কড়া টক্কর দিতে প্রস্তুত যুব তৃণমূল। দলের প্রার্থীকে জেতাতে মাঠে নামবে সর্বশক্তি নিয়ে। রাজ্য রাজনীতির মানচিত্রে বালুরঘাট বিধানসভা সবসময়ই হাই-ভোল্টেজ আসন হিসেবে পরিচিত। আসন্ন বিধানসভা ভোটে এই আসন ঘিরে লড়াই আরও তীব্র হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
