মহালয়ার শুভক্ষণে কোলকাতার বিভিন্ন পুজো মন্ডপের সাথেই দক্ষিণ দিনাজপুর জেলার ১৭টি পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় ক্লাব গুলোর পূজো মন্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে নানান ক্লাব গুলিতে উপস্থিত ছিল জেলা প্রশাসনের আধিকরণ গন।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলার ১৭ টি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে সদর শহর বালুরঘাটের কচিকলা একাডেমি, শিবতলী ক্লাব, ত্রিধারা ক্লাব, বিংশ শতাব্দী ক্লাব, প্রগতি সংঘ, চকভবানী নাইন জুয়েল, অমৃত সংঘ ও বিবেকানন্দ পল্লী পাঠাগার আটটি ক্লাব রয়েছে।

হিলি ব্লকে বিপ্লবী সংঘ, সীমান্ত শিখা, যোগ্যতলা পূজা কমিটি এই তিনটি ক্লাব। কুমারগঞ্জের একটি নৈশ ক্লাব, গঙ্গারামপুরের ইউথ ক্লাব, চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব, দুর্গা বাড়ি দুর্গা মণ্ডপ সর্বজনীন দুর্গাপূজা, ব্লক পাড়া নাট্য ক্লাব ও লাইব্রেরী এই চারটি ও কুশমন্ডির মিতালী সংঘ একটি ক্লাবের পুজো উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে।
এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনের সময় জেলাশাসক বিজিন কৃষ্ণা ও জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাটের কচিকলা একাডেমিতে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ক্লাবে জেলা শাসক, অতিরিক্ত জেলাশাসক সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।
অন্যদিকে গঙ্গারামপুরের একটি ক্লাবের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মন্ত্রী বিপ্লব মিত্র। প্রতিটি পুজো উদ্যোক্তারা ভার্চুয়াল উদ্বোধনের জন্য ক্লাবে স্ক্রিন লাগিয়েছেন।
দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, এদিন জেলার ১৭টি পুজো মন্ডপে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। গঙ্গারামপুরের একটি জায়গায় মন্ত্রী বিপ্লব মিত্র ছিলেন। তাছাড়াও, প্রতিটি পুজো মন্ডপে ক্লাবের পদাধিকারী, জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ আধিকারিক রয়েছে। এরপরের পুজোগুলো রাজ্য থেকে যেভাবে নির্দেশ আসবে সেভাবেই উদ্বোধন করা হবে।