দক্ষিণ দিনাজপুর কুশুমন্ডি আপার প্রাইমারি স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪০, অথচ শিক্ষক সংখ্যা মাত্র দুজন, একজন সহকারী শিক্ষক রয়েছেন যিনি কম্পিউটার বিষয়ে পড়ান। এই হিসাবে স্পষ্ট স্কুলের পঠন-পাঠনের মান কিভাবে রক্ষা হয়।

একজন শিক্ষক তিনি অফিসিয়াল কাজকর্ম সারেন। ছাত্র-ছাত্রীরা সময়মত স্কুলে আসে। এসে যে পড়াশোনা হবে না সেটা তারাও জানে। । সীমান্তবর্তী গ্রামে একমাত্র এই স্কুলটি ভরসা গ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য। এই অব্যবস্থা চলছে বিগত প্রায় ৪-৫ বছর তারপরেও হেলদোল নেই প্রশাসনের। ঊর্ধতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেই দায় সারতে চেয়েছেন স্কুল পরিদর্শক।