দঃদিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকে ৬নং বেরোইল গ্ৰাম পঞ্চায়েত বেড়ইল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা চলাকালীনা বিদ্যালয় ছাদ ধ্বসে ভেঙ্গে পড়ল ছাত্রের উপর আহত একজন চতুর্থ শ্রেণীর ছাত্র হিরোন সরকার (১০) । ঘটনা স্থলে পৌচ্ছায় স্থানীয় বাসিন্দারা আহত ছাত্র অভিভাবকরা এরপর আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠানো হয় ।উল্লেখ্য ১৯৫৬ সালে বরোইল প্রাথমিক বিদ্যালয় স্থাপতিত হয় এরপর বহু বছর কেটে গেলেও বিদ্যালয় পরিকাঠামো ঠিক নেই তাই আজ বেরোইল প্রাথমিক বিদ্যালয় ছাদের চাঙর ভেঙ্গে পড়লে ছাত্র আহত হয়ে পড়েন।

বর্ষাকালে পঠন পাঠান সময়ে ছাদ থেকে জল পড়ে পানিয় জলের সমস্যা রয়েছে বোরইল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বলে জানান প্রধান শিক্ষক সুধারসন সরকার। এই বিষয়ে অভিভাবক বলেন দীর্ঘ দিন ধরে বেড়ইল প্রাথমিক বিদ্যালয় বেহাল অবস্থা রয়েছে পরিকাঠামো ঠিক নেই তাই বিদ্যালয় ছাদে ধস ভেঙ্গে গেল আমরা চাই পরিকাঠামো ঠিক করা হক।।এই বিষয়ে কুশমন্ডি ব্লকের স্কুল অবর বিদ্যালয় পরিদর্শক সাহিম রেজা বলেছেন বিষয়ে খুব দুঃখজনক ঘটনা পরিকাঠামো বিষয়ে ঊর্ধ্বেতম কতৃপক্ষের জানানো হবে।