দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় পাচার রুখল বিএসএফ। গত ১৭ জুলাই রায়গঞ্জ সেক্টরের জওয়ানরা বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রধরু (লক্ষীতলা) সীমান্ত এলাকা থেকে তিনজন ভারতীয় পাচারকারীকে আটক করে। ধৃতরা হল বাপি হেমরম (১৯), সত্য মুর্মু (১৯) ও গোপাল মাহাতো (৩৬)। তাদের কাছ থেকে ১০০ বোতল কোডিন যুক্ত কফ সিরাপ (মূল্য ২৪,৮৫০ টাকা), সাতটি মোবাইল ফোন ও বাংলাদেশি ১০০০ টাকা উদ্ধার হয়েছে।

অন্যদিকে, ১৮ জুলাই এলেন্দ্রী সীমান্ত এলাকা থেকেও বিএসএফের জওয়ানরা ৩৯০ বোতল কফ সিরাপ (মূল্য ৫৯,৫৪০ টাকা) উদ্ধার করেন। ধৃতদের বালুরঘাট থানার হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে, সীমান্তে চোরাচালান রুখতে তাদের তৎপরতা জারি থাকবে।