অবৈধভাবে গঠিত সমবায় সমিতির কমিটি তিন দিনের মধ্যে ভেঙ্গে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে নির্বাচনের দাবি বিজেপির ।
এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাতকোনা সমবায় সমিতি ও ডাইং মালঞ্চা সমবায় সমিতিতে। স্থানীয় বিজেপি নেতৃত্বদের দাবি নির্বাচন ছাড়াই সমবায় সমিতিতে কমিটি গঠন করা হয়েছে যা সম্পূর্ণরূপে অবৈধ ও বেআইনি। বারবার সমবায় সমিতির কাছে নির্বাচন বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি কর্মচারীরা। এরপর হঠাৎ সমিতিতে কমিটি গঠন হয়ে যায়। এর ফলে সমবায় সমিতি র কমিটি ভেঙ্গে তিন দিনের মধ্যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে আগামীতে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের দাবি করেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব গন। এ বিষয়ে সমবায় সমিতির তরফে কোন মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।