ত্রিকোন প্রেমের সম্পর্কের জের, গৃহবধূকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার চাঞ্চল্য এলাকায়,।পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত মেমারী হাসপাতাল পাড়া এলাকায়।আনুমানিক ১৮ বছর আগে ভালোবেসে বিয়ে হয় অনিতা কুন্ডু ও সুমন কুন্ডু, সেই ভালোবাসার পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।

জানা যায় স্বামী সুমন কুন্ডুর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল অন্য এক মহিলার বিষয়টি জানতে পেরে যান স্ত্রী অনিতা কুন্ডু, এই নিয়েই ঝামেলা হয় দুজনের মধ্যে গত ২৬ শে জুন বৃহস্পতিবার বেধড়ক মারধর করা হয় অনিতা কুন্ডুকে, মৃতার ছেলে সান্দীপ কুন্ডু জানায় মাকে প্রথমে লাথি, ঘুশি, চর মারা হয় পরে শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়, তড়িঘড়ি আহত অবস্থায় থাকে চিকিৎসা কেন্দ্রে না হলেও শেষ রক্ষা হলো না দীর্ঘ এক সপ্তাহেরও বেশি লড়াইয়ের পর আজ মৃত্যু হল অনিতা কুন্ডুর।পুরো বিষয়টি নিয়ে মেমারী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সুমন কুন্ডু পলাতক। মৃতার ছেলে আরো জানায় বাবা মাকে মেরেছে তাই বাবার ফাঁসি চাই। পুরো ঘটনার তদন্ত করে দেখছে মেমারী থানার পুলিশ।