শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি: “ত্রাণ পৌঁছে যাচ্ছে সর্বত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে”উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি তদারকির জন্য শিলিগুড়িতে গত সোমবার পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা ফেরার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “উত্তরবঙ্গের সব বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। গতকাল রাত থেকে প্রায় ৪০০টি ত্রাণ ব্যাগ তৈরি করা হয়েছে। এই ব্যাগে রয়েছে লঙ্কা, হলুদ, সহ প্রয়োজনীয় সামগ্রী ও মহিলাদের শাড়ি থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র।

ইতিমধ্যেই অনেক অঞ্চলে বিতরণ শুরু হয়েছে।” তিনি আরও জানান, আজ পঞ্চায়েত মন্ত্রী ময়নাগুড়ি এবং অন্যান্য বিধ্বস্ত এলাকায় যাবেন এবং সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্ব নেবেন। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “আমাদের লক্ষ্য, দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে পৌঁছে তাদের প্রয়োজনীয় সাহায্য দেওয়া।” তবে সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ত্রিপুরায় দলীয় কার্যালয়ে হামলার ঘটনার বিষয়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। প্রশাসনও বিভিন্ন জেলা এবং ব্লকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সতর্ক অবস্থানে রয়েছে। পাহাড় ও ময়নাগুড়ি অঞ্চলে সরাসরি ত্রাণ বিতরণের ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং আরও ত্রাণ সামগ্রী প্রেরণের প্রস্তুতি চলছে।