আমরা কি শুধু জল খাবো,কোন খাবার কি পাব না,চারদিন হয়ে গেলো এখনও কোনো সাহায্য পাইনি।ক্ষোভে প্রশাসনিক আধিকারিকদের গাড়ি আটকে বিক্ষোভ ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ির নলডোবা এলাকার বাসিন্দাদের।অভিযোগ বন্যার ফলে চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে নলডোবা এলাকার বাসিন্দাদের।চারদিন হয়ে গেল কোন রকম সরকারি সাহায্য মেলেনি।

এমনকি তাদের কোন খাবারও দেওয়া হয়নি।শুধুমাত্র জল দেওয়া হয়েছে।বাসিন্দাদের আরও অভিযোগ আমরা কি শুধুমাত্র জল খেয়েই থাকবো।চারিদিকে সবাই সবরকম সাহায্য পাচ্ছে আমাদেরকে কোনরকম সাহায্য করা হচ্ছে না।চারদিন ধরে আমরা শুধু জল খেয়ে রয়েছি।প্রশাসনের তরফে কোনরকম খাওয়া দাওয়া হয়নি।এদিন ক্ষোভে এলাকার একাধিক পরিবার প্রশাসনিক আধিকারিতে গাড়ি আটকে বিক্ষোভ দেখায়।পথ অবরোধ করে চলে বিক্ষোভ।