তোর্ষা নদীর ভয়াবহ ভাঙন, এই মুহূর্তে চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়ে কোচবিহার ১নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩টি মৌজা কুনিডাঙ্গা, দক্ষিণ আমবাড়ি এবং ভোজনপুর এলাকার বাসিন্দারা ভাঙ্গন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে বুধবার কোচবিহার জেলাশাসকের দপ্তর ও জেলা সেচ দপ্তরের দ্বারস্থ হলেন এই ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা।

দীর্ঘ প্রায় দুই বছর যাবত নদীগর্ভে চলে যাচ্ছে চাষের জমি বর্তমানে এমন পরিস্থিতি আর কিছুটা অংশ ভাঙ্গলেই বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে যাবে। তাই এদিন তারা সেচ দপ্তর এবং জেলা শাসক দপ্তরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি যাতে পৌঁছে যায় সেই উদ্দেশ্য কে মাথায় রেখে। তাদের দাবি অতি দ্রুত ওই এলাকাটিতে একটি বাঁধ নির্মাণ করা হোক নয়তো সাধারণ মানুষের খুবই অসুবিধার মুখে পড়তে হবে।
এ বিষয়ে তারা আরো জানান শেষ দপ্তরের আধিকারিক এবং জেলাশাসক দপ্তরের আধিকারিক তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন অতি দ্রুত ওই এলাকায় বাঁধ নির্মাণ করা হবে।