তোর্ষা নদীর ভয়াবহ ভাঙনে বিপন্নতার মুখোমুখি দাঁড়িয়ে কোচবিহার ১নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি, ভোজনপুর, কুনিডাঙ্গা, পানিশালা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পানিশালার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই কয়েক হাজার বিঘা আবাদি জমি চলে গেছে নদী গর্ভে। সংকট বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত। অবিলম্বে এই ভাঙ্গন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে শুক্রবার কোচবিহারের অতিরিক্ত জেলা শাসকের সাথে কথা বললেন এই ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা। এদিন তাদের সাথে ছিলেন তৃণমূল ক্ষেত মজদুর ইউনিয়নের নেতা খোকন মিয়া। এ বিষয় নিয়ে দীর্ঘক্ষন তারা কথা বলেন অতিরিক্ত জেলা শাসকের সাথে।

ভাঙ্গন কাবলিতে এলাকার বাসিন্দারা এদিন বলেন দ্রুত বাঁধের ব্যবস্থা না হলে এই গ্রামগুলি চলে যাবে নদীগর্ভে।
এই প্রসঙ্গে তৃণমূল কিষান ক্ষেতমজুর সংগঠনের নেতা খোকন মিয়া বলেন আলোচনা ফলপ্রসু হয়েছে। শেষ মন্ত্রী সাথেও কথা হয়েছে দ্রুত এই বাঁধ নির্মাণে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে সরকার।