দুর্গা পূজার প্রাক্কালে বস্ত্র বিতরণ হলো মাথাভাঙ্গাতে। মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে এই বস্ত্র বিতরণের আয়োজন এদিন করা হয় মাথাভাঙ্গা নজরুল সদনের হলঘরে।এদিন মাথাভাঙ্গা শহরের ১২ টি ওয়ার্ডের দুঃস্থ অসহায়দের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হয়।এদিনের এই বস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও হিতেন বর্মন, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ আরও অন্যান্যরা।এদিন ১২ টি ওয়ার্ডে প্রায় ৬০০ শাড়ি বিতরণ করা হয় বলেও জানা গেছে ।
