তৃণমূল নেতা ও ওষুধ ব্যবসায়ী ধীমান বোসের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করলেন সুভাষপল্লীর বাসিন্দা সুবিমল ঘোষ। এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, গত তিন বছর ধরে ধীমান বোস তাঁর ওষুধের দোকানের আড়ালে এলাকায় নিত্যদিন সাধারণ মানুষকে উত্ত্যক্ত করে চলেছেন। এই বিষয়টির প্রতিবাদ করাতেই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে বলে অভিযোগ সুবিমলবাবুর।
প্রসঙ্গত, এর আগে ধীমান বোস সোশ্যাল মিডিয়ায় ও সংবাদমাধ্যমে সুবিমল ঘোষের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ ছড়ানোর অভিযোগ তুলেছিলেন, দাবি করেন—বাকি টাকা না পেয়ে তাঁকে হেনস্তা করা হচ্ছে। তবে এবার সেই অভিযোগেরই পালটা জবাব দিলেন সুবিমলবাবু, জানিয়ে দিলেন—এই অপপ্রচার নেতার সম্মান রক্ষার জন্য সাজানো নাটক ছাড়া আর কিছু নয়।
