তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রীর একসঙ্গে মদ্যপানের ভিডিও ভাইরাল, চাঞ্চল্য জলপাইগুড়ি জেলা জুড়ে
৯ই জুলাই মঙ্গলবার রাতের অন্ধকারে বৈকন্ঠপুর বনবিভাগের আপালচান্দের জঙ্গল লাগোয়া গজলডোবা যাওয়ার রাস্তায় গাড়িতে মদের পার্টি চলাকালীন স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বনিক। তাঁদের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেলে কর্তৃপক্ষ।
পঞ্চানন রায়ের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আমরা ঐ স্থানে বসেছিলাম,

সেইসঙ্গে দীপা বণিক জানান বিডিও অফিসের জায়গার বিষয়ে আলোচনার জন্য পঞ্চানন তাঁকে ডাকলে , হঠাৎ এত লোক কীকরে জড়ো হয়ে গেল রাতে, তা তিনি বুঝতে পারছেন না।
তারা জানান নিশ্চই তাদের বিরুদ্ধে কোন চক্রান্ত হয়েছে।
অন্যদিকে জলপাইগুড়ি জেলার B.J.P সাধারণ সম্পাদক চঞ্চল সরকার জানান বিষয়টি সঠিক আমার জানা নেই , আমি আজ শুনলাম , যদি বিষয়টি সত্যি হয়ে থাকে তবে দল অবশ্যই ব্যবস্থা নেবে। তিনি আরো জানান দলের যে কোন কর্মী যদি কোন খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস ১ নং ব্লক সভাপতি মনোজ রায়ের কাছে বিষয়টি জানতে চাইলে তিনিও জানান বিষয়টি আমিও শুনেছি দলের তদন্তে বিষয়টি যদি সত্যি প্রমাণিত হয় তবে দল অবশ্যই ব্যবস্থা নেবে।