
একুশে জুলাইয়ের রাজনৈতিক সভা শেষ করে রায়গঞ্জ ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা। সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটে ইটাহারের দুর্গাপুর এলাকায়, জাতীয় সড়কের উপর। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন যাত্রী।
রায়গঞ্জ পুলিস সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতের ঠিক পরেই দুর্ঘটনার পর আহতদের তড়িঘড়ি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, বেশিরভাগ আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও, তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। গুরুতর আহতরা হলেন মজারুল হক, আজাদ রহমান, সিরাজুল হক
পুলিস ও স্থানীয় সূত্রের দাবি, রাত প্রায় দু’টো নাগাদ রায়গঞ্জমুখী একটি বাস যখন একটি লরিকে ডান দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করছিল, তখন আচমকা লরির একাংশের সঙ্গে বাসের বাঁ পাশের সংযোগ ঘটে। এর ফলেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। এই মর্মান্তিক ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।