এসআইআর ও পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার প্রতিবাদে বাংলা ও বাঙালির বঞ্চনার প্রতিবাদে বিরাট মিছিল চোপড়া কালাগছ এলাকায়, রবিবার বিকেল পাঁচটা নাগাদ এ মিছিল শুরু হয় কালাগছ আলোড়নী ময়দান থেকে শেষ হয়, কালাগছ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়, এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন চোপরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমাতারা বেগম, এছাড়া উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান চোপড়া পঞ্চাশ সমিতির সভাপতি প্রতিনিধি গোপাল ভৌমিক সহ চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জিয়ারুল হক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

এই প্রতিবাদ মিছিলে দাবি একটাই এস আই আর ও পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেরস্থায় থেকে শুরু করে একাধিক কেন্দ্র সরকারের বঞ্চনা বলে মনে করছেন রাজ্য সরকার এ নিয়ে একাধিক তুমুল হইচই রাজ্যজুড়ে, তার সাধারণ প্রেক্ষাপট দেখা গেল চোপরা, কালাগছ সংলগ্ন এলাকায়। এ নিয়ে প্রতিবাদের সামিল হয়েছে চোপড়া ব্লক তৃণমূল মহিলা সংগঠন। যার নেতৃত্বে প্রধান ভূমিকা পালন করেছেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী আসমাতারা বেগম।