তৃণমূলের চোরেরা ডাবগ্রাম ২নং অঞ্চলকে অপবিত্র করেছে। আজ গঙ্গাজল ছিটিয়ে ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় শুদ্ধিকরণ করল বিজেপি।
শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকার ডাবগ্রাম ২নং অঞ্চলে দুর্নীতি হচ্ছে। ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় বিজেপি রয়েছে, কিন্তু দু-বছরেরও বেশি সময় হয়ে গেল এখনো কোন উন্নয়ন হলো না। এমনটাই অভিযোগ তৃণমূলের। রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনের সমস্যা, নিকাশী নালার সমস্যা, পথ বাতির সমস্যা মেটেনি। এমনকি পানীয় জল পর্যন্ত পাচ্ছে না ডাবগ্রাম দুই নাম্বার অঞ্চলের মানুষেরা।

তৃণমূলের অভিযোগ পাল্টা কারচুপি করছে ডাবগ্রাম দুই নাম্বার অঞ্চলের বিজেপি প্রধান। তার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে শুক্রবার ডাবগ্রাম ২ নাম্বার অঞ্চল ঘেরাও করে তৃণমূলের একাধিক সংগঠন। এমনকি অঞ্চল অফিসে প্রধানের ঘরে ঢুকে তাকেও পর্যন্ত ঘিরে ধরে তৃণমূল নেতৃত্বরা। এই ঘটনায় গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়।শুরু হয়ে যায় তুমুল হট্টগোল। রীতিমত হুলস্থুল কান্ড বেঁধে যায় প্রধানের ঘরের ভেতরে।
অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের চোরেরা অঞ্চল অফিসে ঢুকে অঞ্চলকে কলুষিত করেছে এবং অপবিত্র করেছে। আর তাই আজ ডাবগ্রাম ২ নাম্বার গ্রাম পঞ্চায়েত দফতরে বিজেপির তরফে চলল শুদ্ধিকরণ অভিযান। আজ গোটা গ্রাম পঞ্চায়েত দপ্তর চত্বরে গঙ্গাজল ছিটিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। এরপর যাতে নজর না লাগে সেজন্য লেবু-লঙ্কাও ঝুলিয়ে দেওয়া হয়েছে ডাব গ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে।