বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাঙালির উপর অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ তুলে এবং এন আর সি-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জে।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন,তৃণমূলের ব্লক সভাপতি খোকন দে,তৃণমূল যুবর জেলা সভাপতি স্বপন বর্মন,তৃণমূল যুবর রাজ্য সম্পাদক কমলেশ অধিকারী প্রমুখ। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন জানান বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাঙালির উপর অত্যাচার যেভাবে চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং এন আর সি-র বিরুদ্ধে এদিন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল।
